Friday, April 18, 2025
HomeScrollingজনসচেতনতায় পলাশবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পা‌লিত

জনসচেতনতায় পলাশবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পা‌লিত

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তু‌তি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষ‌তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ কর্মসূচীর ম‌ধ্যে ছিল, জনসচেতনতা মূলক র‌্যালী, আ‌লোচনা সভা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।

১০ই মার্চ সোমবার সকা‌লে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও দু‌র্যোগ ব‌্যবস্থাপনা অ‌ধিদপ্ত‌রের আয়োজনে উপ‌জেলা প‌রিষদ চত্বর থে‌কে এক বর্নাঢ‌্য র‌্যালী বের হ‌য়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আ‌লোচনা সভায় যোগ দেন।

সহকারী ক‌মিশনার (ভুূমি) আল ইয়াসা রহমান তাপাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ সালাম মন্ডল,থানা অফিসার ইনচার্জ জুল‌ফিকার আলী ভু‌ট্টো,১নং কিশোরগাড়ী ইউ‌পি চেয়ারম‌্যান আবু বক্কর সি‌দ্দিক,সাংবা‌দিক মাসুদার রহমান মাসুদ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার র‌বিউল ইসলামসহ অন্যান্যরা।

আলোচনা শে‌ষে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে প্রাণ রক্ষার বিভিন্ন কৌশলের উপর মহড়া উপস্থাপন করেন,পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমের সদস্যরা।

এ সময় বি‌ভিন্ন‌ শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীসহ গনমাধ‌্যম কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। পুরো অনুষ্ঠান‌টি প‌রিচালনা করেন পলাশবাড়ী উপজেলা একা‌ডে‌মিক কর্মকর্তা আলমগীর হোসেন।।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments