গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকা হতে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি সহ জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
২৩শে নভেম্বর শনিবার দিনগত রাতে ঘোড়াঘাট পৌর এলাকা হতে জুয়েল রানা (২০) গ্রেফতার করা হয়। এরপর জুয়েল রানার দেয়া তথ্য মতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামের জুয়েল মিয়ার বসতবাড়ী হতে বিদেশী পিস্তলটি ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল রানা (২০) দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকার মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে,২৪শে নভেম্বর রবিবার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান,গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে ঘোড়াঘাট পৌর এলাকা হতে প্রথমে জুয়েল রানা’কে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃত জুয়েল রানার দেয়া তথ্য মতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী সদস্যরা। এসময় উদয়সাগর গ্রামের বাসিন্দা ও গ্রেফতারকৃত জুয়েল রানার ভগ্নিপতি জুয়েল মিয়ার বসতবাড়ি থেকে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার করা হয়। এঘটনায় গ্রেফতারকৃত জুয়েল রানা (২০)’র বিরুদ্ধে পলাশবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।।