গাইবান্ধার পলাশবাড়ীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও গণ সমাবেশ।
পলাশবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশবাড়ী উপজেলার শাখার উদ্যোগে পহেলা অক্টোবর বিকেলে স্থানীয় চৌমাথা মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা সভাপতি প্রভাষক মাওঃ মো. আব্দুল মাজেদ।
অন্যাবের মাঝে বক্তব্য রাখেন,জেলা সেক্রেটারী মাওঃ মুফতি মো. আলামিন বীন হোসাইন,যুব আন্দোলনের জেলা সভাপতি মাওঃ মুফতি সৈয়দ তোহিদুল ইসলাম, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল মোতালিব হোসেন, মোজাহিদ কমিটির সাধারন সম্পাদক ময়নুল হক,শাহাজ উদ্দিন রিয়াদ,আব্দুল মমিন সিরাজী, তাজুল ইসলাম,মাহমুদুল হাসান আশরাফুল ইসলাম ও সম্রাট প্রধান বাবু প্রমুখ।।