Monday, April 21, 2025
HomeScrollingজনগণের ভোটেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন- আফম বাহাউদ্দিন নাছিম

জনগণের ভোটেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন- আফম বাহাউদ্দিন নাছিম

মাদারীপুর প্রতিনিধি।।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি— জনগণের ভোটেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন। দেশের সাধারণ জনগণ চায় শেখ হাসিনা ক্ষমতায় থাক চিরকাল। কারণ জননেত্রী শেখ হাসিনা সুস্থ থাকলে ও ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে ও শান্তিতে থাকে।
গতকাল বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বিএনপি-জামাতীদের রাজনীতি হলো বাংলাদেশ বিরোধী রাজনীতি, সংবিধান বিরোধী রাজনীতি। এদেশে গণতন্ত্র যাতে শক্তিশালী হোক, এটা বিএনপি চায় না। যে কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি তার কোন আনুগত্য নেই, শ্রদ্ধাবোধ নেই। তার শ্রদ্ধাবোধ হলো পাকিস্তানের প্রতি। তার মতে পাকিস্তান হলো ভালো দেশ। তাই তিনি পাকিস্তানের ফিরে যাক এবং সেদেশের রাষ্ট্রপতির প্রতি আনুগত্য প্রকাশ করুক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, যুগ্মা সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ।
সভায় সভাপতিত্ব করেন পাইকপাড়া আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন মিয়া। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

MHS / LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments