Friday, April 18, 2025
HomeScrollingএসএসসি-৯৯ রংপুর বিভাগীয় গ্রুপের বন্ধুদের ইফতার মাহফিল

এসএসসি-৯৯ রংপুর বিভাগীয় গ্রুপের বন্ধুদের ইফতার মাহফিল

এজি লাভলু:

“চলো বন্ধু সাম্যের গান গাই, বন্ধুত্বের বন্ধনে প্রাণের স্পন্দনে” শ্লোগানকে সামনে রেখে SSC-99 RANGPUR DIVISION গ্রুপের উদ্যোগে ব্যাচের প্রয়াত বন্ধুদের মাগফেরাত কামনা ও অসুস্থ বন্ধুদের সুস্থ্যতা চেয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২১ মার্চ শুক্রবার, রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে “সাগাইবাড়ী রেস্টুরেন্ট” এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগের ৮টি জেলার অসংখ্য বন্ধু ও বান্ধবী।

ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক ছিলো ডাঃ মোঃ আব্দুর রফিক, শাহজাহান, হালিম স্বাধীন, আল আমিন, তুষার আবদুল্লাহ ও মনিরা সিরাজ সাথী।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আব্দুর রফিক, কুড়িগ্রাম।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন: SSC-99 RANGPUR DIVISION এর এডমিন প্যানেলের সকল সদস্যরা।

ইফতার ও দোয়া মাহফিলে বৃহত্তর রংপুর ডিভিশনের ৮টি জেলার অসংখ্য বন্ধু-বান্ধবী অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম আরিফ হাকিম, বুবলি, শাহাজাহান কাউনিয়া, হেলাল খান, আকতার, শহিদুল, শাহিন রংপুর, মনিরা সিরাজ সাথি, রুপা, জনি, হ্যাপি, ডাঃ আব্দুর রফিক, বাদশা (ব্যাংকার), মামুন (ব্যাংকার), মাহবুব (বিএসটিআই), আসাদুজ্জামান (প্রভাষক), রেজা (আর সিসি), মোসলেম (শিক্ষক), আলম, তৌফিক (এস আই), দিপা, মৌসুমী, পপি, সাবিনা, সাজু (ব্যাংকার), রায়হান (আর্মি), নয়ন (শিক্ষক), মাহমুদুন্নবী ওসি, জিয়া তালুকদার, সাইফুল ইসলাম সায়েম, অরবিন্দু রনি (এএসআই), লিটন, রাশেদা, রাশেদ (একমি), শামসুল হক সাকিল (নির্বাচন কমিশন), জাহাঙ্গীর, রুহুল আমিন তোতা তুষার হাবীব, মোঃ নুরনবী খান (খান ট্রেডিং), মোঃ বুলবুল আহমদ, মোঃ রশিদুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, মোঃ রফিকুল মাস্টার, মোঃ মাহমুদুল, মোঃ আতাউর রহমান, মোঃ ফারুক হোসেন, আবু বক্কর সিদ্দিক, আলামিন, মোঃ শ্যামল চন্দ্র, হালিম স্বাধীন সহ আরও অনেকে।

SSC-99 RANGPUR DIVISION গ্রুপটি একটি সবসময় একটি চ্যালেঞ্জজিং গ্রুপ হিসেবে বন্ধুদের জন্য কাজ করে আসছে। ভবিষ্যতে আরও বড় করে বৃহত্তর রংপুরে একটি গেট-টুগেদারের আয়োজন করা হবে। আমরা SSC-99 RANGPUR DIVISION বন্ধুদের মধ্যে কোনো ভেদাভেদ বা দূরত্ব চাই নাই, ৯৯ মানে আমরা সবাই। আমরা সবসময় বন্ধুদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই।

অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের মাগফেরাত কামনা ও অসুস্থ বন্ধুদের দ্রুত সুস্থতা লাভের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments