মাদারীপুর প্রতিনিধি।।
বিএনপির কেন্দীয় সহগণশিক্ষা সম্পাদক আনিসুর রহমান খোকন বলেন, হাজার হাজার শহীদের রক্তের বিনিময় আবার যে স্বাধীন হলো দেশ, সেই স্বাধীনতার সুফল’ সেই স্বাধীনতার সফলতা আমরা যেন ভোগ করতে পারি তার জন্য সবাইকে কাজ করতে হবে। দেশের উন্নয়নে সবাই এক যোগে কাজ করতে হবে। দূর্গা পূজা উপলক্ষে গতকাল মাদারীপুর বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন শেষে মস্তফাপুর বাজারের মন্দির পরিদর্শন কালে একথা বলেন তিনি। এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতার সুফল’ সেই স্বাধীনতার সফলতা আমরা যেন ভোগ করতে পারি – আনিসুর রহমান খোকন
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on