Saturday, May 18, 2024
Homeবিনোদনদেখুন সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মিত দুর্লভ প্রামাণ্যচিত্র

দেখুন সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মিত দুর্লভ প্রামাণ্যচিত্র

উপমহাদেশের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে চলে গেছেন শনিবার রাতে। তার মৃত্যুতে শোকাহত পৃথিবীর সিনেমা প্রিয় পৃথিবীর বাংলাভাষীরা।

তাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন ফরাসি নির্মাতা ক্যাথেরিন বারজ। প্রায় ২০ বছর আগে নিউইয়র্কের ডব্লিউনেট টেলিভিশনের জন্য প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়। এর নাম দেওয়া হয় ‘দ্য ট্রি’ বা গাছ।

সেই সময়ে অনি স্যান নামে এক সত্যজিৎ রায়ের ভক্ত তার ভিসিআর এ প্রামাণ্যচিত্রটি রেকর্ড করেন। যা তিনি ভিমিওতে আপ করেন গত মাসে।

এ প্রামাণ্যচিত্রের নাম দ্য ট্রি রাখা হয়েছে তার বাবার অনুপ্রেরণায়। বাবা সৌমিত্রকে গাছের মতো হতে বলেছিলেন।

১৯৮৯ সালে তৎকালীন ফরাসী রাষ্ট্রপতি ফ্রান্সিস মিতেনার কলকাতয় সত্যজিৎ রায়কে দেখতে এলে তার সঙ্গে আলাপ হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সেই থেকে ফ্রান্সের সঙ্গে সৌমিত্রের সখ্যতা।

ফরাসি সরকার তার হাতে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজিয়ন অব অনার’ তুলে দেয় ২০১৮ সালে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments