রাজধানী ঢাকার উত্তরার “ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট” (ইউসিএএসএম) এর ভলান্টিয়ারি সার্ভিস ক্লাবের উদ্যোগে উত্তরার ৩ নম্বর সেক্টরের রাজলক্ষীতে, তীব্র রোদ গরমের মাঝে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।
ভলান্টিয়ারি সার্ভিস ক্লাবের প্রেসিডেন্ট ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং লেভেল-৫, ব্যাচ-১৭ এর শিক্ষার্থী জিসান আল মোজাদ্দেদ আলফি বলেন, গ্রীষ্মের এই খড়রোদ্র তাপে মানুষের রাস্তা ঘাটে চলাফেরাই দুর্বিষহ হয়ে পড়েছে।প্রচন্ড রোদ আর গরমে তৃষ্ণার্ত টসব মানুষের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ।
এই আয়োজনে সার্বিক সহযোগীতার জন্য প্রতিষ্ঠানের প্রতি প্রতজ্ঞতা জানাচ্ছি৷ সেই সাথে এই আয়োজন সফল করার জন্য ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ৷
ভলান্টিয়ারি সার্ভিস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রতিষ্ঠান কতৃপক্ষ।