জুয়েল শাহাদাত, মাদারীপুর।।
রমজান ও ঈদ উপলক্ষে মাদারীপুর পুরান বাজার এলাকায় যানযট নিরসনের জন্য সড়কে যান চলাচল একমুখী করা হয়েছে। শনিবার সকালে মাদারীপুর পৌরসভা মেয়র খালিদ হোসেন ইয়াদ ও মাদারীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, মাদারীপুর বনিক সমিতির সেক্রেটারী মনিরুল ইসলাম তুষার ভুইয়ার উপস্থিতিতে মাদারীপুর পুরান বাজার প্রধান সড়কে এই ঘোষণা দেয়া হয়।এ সময় তারা দু’জন হ্যান্ড মাইকে জনসাধারণ ও যানবাহন চালকদের কে এ ব্যাপারে অবহিত করেন।
শহরের পুরান বাজারে প্রবেশ এবং বাহির হওয়ার জন্য ব্যাবহত প্রতিটি বাইপাস সড়ক কে একমুখী চলাচলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যাতে করে পুরান বাজারে যাতায়াতের পথে, জ্যাম ও ভীর কম থাকে।পাশাপাশি সকল কে এই নিয়ম মেনে চলতে অনুরোধ করেন পৌর মেয়র ও বনিক সমিতির সেক্রেটারী।
দোকান পাঠ খোলার ব্যাপারে মনিরুল ইসলাম তুষার ভুইয়া জানান,
পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত, সরকারী সীদ্ধান্ত অনুযায়ী প্রতি দিন সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত দোকান পাঠ খোলা থাকবে। তবে অবশ্যই ক্রেতা ও বিক্রেতার মাঝে এবং সকল সাধারণ মানুষের মাঝে নিরাপদ দুরুত্ব বজায় রাখতে হবে।
I like this place