জুয়েল শাহাদাত, মাদারীপুর।।
বুধবার দুপুর ১.৩০ মিনিটে মাদারীপুর চরমুগুরিয়া নতুন ব্রিজ সংলগ্ন একটি নদীর ঘাটে, গোসল করতে নেমে নদীতে তলিয়ে যান। আসিফ(২১) নামে মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন কলেজের ব্যাবস্হাপনা বিভাগের ১ম বর্ষের একজন ছাত্র।
ঘটনার ব্যাপারে এলাকাবাসী বলেন,
চরমুগরিয়া নয়াচর গ্রামে, হায়দার মোল্লার ছেলে আসিফ(২১) তার বন্ধুদের সাথে গোসল করতে নদীতে এলে, তারা ৩/৪ জন মিলে একটি বাস্প ভরা গাড়ির টিউব নিয়ে নদীর মাঝ খানে যায়।ঘটনাক্রমে টিউব টি উল্টে গেলে, সবাই সাঁতরে পাড়ে চলে আসে তবে আসিফ(২১) নদীর মাঝে তলিয়ে যান।আসিফ(২১) মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
সংবাদ পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্হলে পৌছালে, এলাকাবাসী ও ফয়ারসার্ভিস কর্মিরা প্রায় ৩ ঘন্টা সময় নদীর মাঝে তল্লাশি করে আসিফ(২১) এর মৃত্য দেহ উদ্ধার করেন।
আসিব আমার ফুপাতো ভাই এর বড়ো ছেলে আমার ভাতিজা এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনায় আমরা ওর সজনরা সবাই গভীর শোকাহত।
আসিবের রুহের মাগফেরাত কামনা করছি মহান আল্লার দরবারে।
আমিন।