Sunday, May 12, 2024
HomeScrollingপ্রথমবার বাইডেনের জয়ের কথা বললেন ট্রাম্প

প্রথমবার বাইডেনের জয়ের কথা বললেন ট্রাম্প

ভোট গণনার পর এই প্রথম বাইডেনের জয়ের বিষয়টি স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সঙ্গে জুড়ে দিয়েছেন সেই ‘জালিয়াতির’ কথা।

মার্কিন গণমাধ্যমে বাইডেনের একচেটিয়া জয়ের খবর আসার পর ট্রাম্প এতদিন বলেননি বাইডেন জিতেছে। শুরু থেকে বলছিলেন, ‘এই নির্বাচন শেষ হয়নি। আমিই জিতব।’

রবিবার টুইটে হঠাৎ লেখেন, ‘সে জিতেছে, কারণ নির্বাচনটি সাজানো ছিল।’

এর এক ঘণ্টা পর আবার জানান, ৩ নভেম্বরের নির্বাচনে হার মানবেন না।

ট্রাম্প জালিয়াতির কথা বললেও নির্বাচন কর্মকর্তারা আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, এই নির্বাচন আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিরাপদ ছিল।

নিরাপত্তা বিভাগের সাইবার সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি বলছে, ‘আমরা জানি নির্বাচনের পদ্ধতি নিয়ে অনেক ভুল দাবি আসছে। অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা নিশ্চিত করে আপনাদের বলতে চাই নির্বাচনের সততা রক্ষায় কোনো ব্যত্যয় ঘটেনি।’

২০ জানুয়ারি, ২০২১ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে ঘোষিত হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা এখনও চলছে। এই রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments