
সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের প্রতিকে দলীয় মনোনয়ন পেলেন ব্রাহ্মণবাড়িয়া -০৫ নবীনগর সংসদীয় আসনের এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি। উনার মনোনয়ন প্রাপ্তিতে চাঙ্গা হয়ে উঠছে নবীনগর উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা।
এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান জানান, আমার নেতা বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে বিএনপি’র ধানের শীষের প্রতিকে মনোনয়ন দেয়ায়। আমরা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ ধানের শীষের বিজয়ে মাঠে কাজ করবো। সকলে আমার জন্য দোয়া করবেন।
