
আপন সরদার মুন্সীগঞ্জ।।
মুন্সীগঞ্জ-০২(লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (ট্রাক মার্কা) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের ২নং যুগ্ম সাধারন সম্পাদক মো: কাউছার শেখ সোমবার (৬ অক্টোবর ) রাত ৮ টায় দলীয় মনোনয়নপত্র জমা দেন।
রাজধানীর পল্টনে আল-রাজি কমপ্লেক্সে দলীয় অস্থায়ী কার্যালয়ে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, গন অধিকার পরিষদ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন,যুব অধিকার পরিষদ এর সভাপতি মন্জুর মোরশেদ, মাহফুজুর রহমান, পেশাজীবি অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ হোসেন, পেশাজীবি অধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও গন অধিকার পরিষদ এর টেকসই উন্নয়ন বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়ন প্রত্যাশী কাউছার শেখ বলেন, মুন্সীগঞ্জ-২ আসনের জনগণের ভালোবাসা ও দোয়ায় আমি সামনের পথে এগিয়ে যেতে চাই। তরুণ প্রজন্মের শক্তি এবং গণঅধিকার পরিষদের হাত ধরে লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলা কে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তোলতে চাই।
তিনি মুন্সীগঞ্জ-২ আসনের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন এবং গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
