
আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর :
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই শ্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশ এর মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনিতে শহীদ জিয়া হাডুডু টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার রমজানপুর ইয়নিয়ন পরিষদ ভবন সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। রমজানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফাইনাল খেলায় অংশ গ্রহন নয়াকান্দি আদর্শ দল ও ডিগ্রীরচর যুবসমাজ একাদশ। এ খেলায় দুই এক গোলে বিজয়ী হয়েছেন ডিগ্রীরচর যুব সমাজ একাদশ।
এসময় জেলা,উপজেলা ও স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজয়ী দলের প্রধান সমন্বয়ক বিএনপি নেতা মোঃ আব্বাস পাইক বলেন, আজকের হাডুডু খেলায় আমার দল বিজয় হয়েছে। এ বিজয় হলো রমজানপুর ইউনিয়নের জনগনের। আমি এভাবে রমজানপুর জনগনের পাশে সবসময় থাকতে চাই। বিজয় মধ্যে দিয়ে আমি আশা রাখি আমার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমি সামনেও সকল কার্যক্রমে বিজয় হবো।
এ ব্যাপারে খেলার প্রধান সমন্বয়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুন বেপারী বলেন, যুব সমাজকে মাদক ও জুয়া খেলার আসর থেকে দূরে রাখার জন্য এ খেলার আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।
