Friday, April 18, 2025
HomeScrollingবাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

 

নওগাঁ সংবাদদাতা।।
নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যদের জরুরী সভা শহরের একটি আভিজাত্য হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সাবেক সভাপতি ও বিশ্ব মানচিত্র পত্রিকার সাংবাদিক মাহাবুব আলম।

বুধবার ১৯ ফেব্রুয়ারি জেলা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও একুশে সংবাদের প্রতিনিধি মেজবাউল এর সঞ্চালনায় সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গৃহীত হয়। জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আলম আহবায়ক কমিটি উপস্থাপন করলে উক্ত কমিটির সর্ব সম্মতিক্রমে এই কমিটি ঘোষনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে মাহাবুব আলম রানাকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়।
যুগ্ম আহবায়ক হলেন দৈনিক সরেজমিন বার্তার নওগাঁ রিপোর্টার জুয়েল রানা, যুগ্ম আহবায়ক সনজয় কুমার ও সদস্য সচিব দৈনিক একুশে সংবাদের নওগাঁ প্রতিনিধি মেজবাউল হক। অন্য সদস্যরা হলেন আসাদুজ্জামান , সিদ্দিকুর রহমান ও রানা সরদার ।

সভা থেকে প্রেসক্লাবের জেলা শাখার বিলুপ্ত কমিটিকে হিসাব, কাগজপত্র, অন্যান্য সম্পদ নতুন কমিটিকে দ্রুত বুঝে দেয়ার জন্য আহবান জানানো হয়। সভার সভাপতি সমাপনি বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রেসক্লাব পেশদার সাংবাদিকদের কাজের জন্য উন্মক্ত ঘোষণা করা হলো। সভায় জনাব ফরিদ উদ্দিনের নির্দেশনা মতাবেক ১১ টি উপজেলা কমিটি করে দ্রুত জেলার পুর্নাঙ্গ কমিটির লক্ষ্যে সম্মেলনের জন্য প্রস্তুতির সিদ্ধান্ত গৃহীত হয়।

নবগঠিত আহব্বায়ক মাহাবুব আলম রানা বলেন, আজ থেকে বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখা সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত ঘোষনা করা হলো। এই কমিটির প্রথম কাজ হবে সদস্যদের বসার জন্য একটা ব্যবস্থা করা।কেন্দ্রীয় কমিটি যে দিকনির্দেশনা দিবে বাংলাদেশ প্রেস ক্লাব আরও একধাপ এগিয়ে নিতে ঠিক সেভাবেই দায়িত্ব পালন করা হবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments