Friday, April 18, 2025
HomeScrollingভোটের জন্য ১৭ বছর আন্দোলন করেছি আপনাদের চিরস্থায়ী ক্ষমতায় থাকার জন্য নয়-...

ভোটের জন্য ১৭ বছর আন্দোলন করেছি আপনাদের চিরস্থায়ী ক্ষমতায় থাকার জন্য নয়- বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

 

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বলেছেন, ভোটের অধিকার আদায়ের জন্য ১৭ বছর আন্দোলন করেছি, আমরাই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিচিরস্থায়ী ক্ষমতা থাকার জন্য নয়।

শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে  এই দেশের সবকিছু খেয়ে ফেলেছেন এ দেশের ব্যাংক খাইছেন বিমা খাইছেন শেয়ার বাজার খাইছেন এ দেশের সকল প্রতিষ্ঠান কে ধ্বংস করেছেন সবশেষ এই দেশের মানুষের অধিকার ভারতের কাছে বেচে দিয়েছিলেন।   গত ১৭ টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। এই ভোটের জন্য পরিবর্তন হয়েছে।। ভোট দিতে পারতো যদি এদেশের মানুষ তাহলে আওয়ামী লীগ ক্ষমতা যেতে পারতো না। তাই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি।। ভোটের অধিকারের জন্য আমাদের কয়েকশ নেতাকর্মী শহীদ হয়েছে।। শত শত নেতাকর্মী পংগু হয়েছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে। ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা বাড়ীতে ঘুমাতে পারে নাই। দ্রুত নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন।

তিনি আজ বিকেলে কুড়িগ্রাম জেলা বিএনপি আয়োজিত স্থানীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় এসব কথা বলেন ।

জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রহমান রানা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও  অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments