জামালপুর শহরে বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার যুক্তরাজ্যের এফসিডিও’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালিত ‘বি-স্পেইস’ প্রকল্পের আওতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফ জামালপুর শহরের সরদারপাড়ায় একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করে।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার নারগিস আক্তার। জামালপুর শহরে বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা এবং যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য স্পল্পমেয়াদি পদক্ষেপ, মধ্যমেয়াদি পদক্ষেপ ও দীর্ঘ মেয়াদি পদক্ষেপ সম্বলিত বেশ কিছু পরামর্শ নিয়ে একটি ধারণাপত্র পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো মনজুরুল করিম সুমন।
পরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম উপস্থাপিত ধারণাপত্রের আলোকে বক্তব্য রাখেন এবং পদক্ষেপগুলোর বাস্তবায়নে সুচিন্তিত মতামত দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মতামত ব্যক্ত করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম জামালপুরের সাধারণ সম্পাদক ও জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ, ট্রাফিক পরিদর্শক আল মামুন মুনসি, টিআইবির জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম ও সাধারণ সম্পাদক মাহাদি হাসান শুভ্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের আহ্বায়ক মীর ইসরাক হোসেন ইখলাছ প্রমুখ।
আলোচনা সভায় আরও বলা হয়, জামালপুর শহরবাসীর বহুবিদ সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হল যানজট, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি। এসব সমস্যার কারণে জামালপুরের জনগণ তাদের দৈনন্দিন কাজ করতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। সকল শ্রেণি ও পেশার মানুষের একটাই চাওয়া এই তিন সমস্যার কার্যকর সমাধান।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা তাদের দৈনন্দিন ভোগান্তির কথা উপস্থাপন করেন এবং এসব সমস্যার দ্রুত সমাধান করে জনগণকে একটি স্বস্তির শহর উপহার দেওয়ার অনুরোধ জানান। পৌরসভার বিভিন্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, ডাস্টবিন স্থাপন, জলাবদ্ধতা নিরসন ও যানজট নিরসনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে ও মানোন্নয়নে জামালপুর জেলার বিভিন্ন সরকারি-বেসরকরি কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমস্যা সমাধান উদ্যোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা সভায় রাজনীতিবিদ, সাংবাদিক ও তরুণ স্বেচ্ছাসেবীসহ জেলার বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
প্রসঙ্গত, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফ হল ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী প্লটটফরম। এই প্লাটফরমের সদস্যরা জনগণের বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসির মাধ্যমে সমস্যার সমাধানে এক সাথে কাজ করছে।