Saturday, July 12, 2025
HomeScrollingকুড়িগ্রামে আনন্দ উল্লাসে রথ যাত্রা উদযাপন,নিরাপত্তায় কাজ করেছে সেনাবাহিনী

কুড়িগ্রামে আনন্দ উল্লাসে রথ যাত্রা উদযাপন,নিরাপত্তায় কাজ করেছে সেনাবাহিনী

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামে হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান রথ যাত্রা সুষ্ঠুভাবে উদযাপিত হয়েছে।বিশৃঙ্খলা এড়াতে রথ যাত্রা শুরুর আগে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার ২৭ জুন বিকেলে জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া হতে রথ যাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে।

সেনা সুত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেড এর অধিনস্থ বিজয়ী বাইশ কুড়িগ্রাম জেলায় সর্বাত্তক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেছে। হিন্দু ধর্মালম্বিদের উদযাপিত রথ যাত্রায় যে কোন রকম নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত আছে।  ২৭ জুন ২০২৫  থেকে ৫ জুলাই ২০২৫ পর্যন্ত যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেনাবাহিনী সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রথযাত্রায় আসা গৌরী রায় বলেন,অনান্য বছরের চেয়ে এ বছর আশঙ্কা ছাড়াই নির্বিঘ্নে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রথ যাত্রা উদযাপন করতে পারলাম।এ যাত্রায় সকলের মঙ্গল হোক এ প্রার্থনা করছি।

কুড়িগ্রাম অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার দাউদ  উজ জামান আরাফাত বলেন,রথযাত্রায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।সুন্দর সুশৃঙ্খলভাবে রথ যাত্রা সম্পন্ন হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্রশাসন সব সময় তৎপর আছে বলে জানান তিনি।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments