Saturday, July 12, 2025
HomeScrolling‘ওটা আসিফ মাহমুদের ভুলে হয়েছে, লাইসেন্সের ব্যাপারে আমার জানা নেই’

‘ওটা আসিফ মাহমুদের ভুলে হয়েছে, লাইসেন্সের ব্যাপারে আমার জানা নেই’

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বিদেশে সফরকালে অস্ত্রের ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে প্রবেশের ঘটনায় তোলপাড় চলছে। এ ব্যাপারে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসিফ মাহমুদের ব্যাগে অস্ত্রের ম্যাগাজিনটি ভুলক্রমে রয়ে গিয়েছিল। এটা তার ভুল ছিল। তবে বয়স না হওয়া সত্ত্বেও তিনি কীভাবে লাইসেন্স পেয়েছেন এ ব্যাপারে জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সোমবার (৩০ জুন) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রোববার (২৯ জুন) মরক্কো যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাত ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়। ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেকে বলছে তিনি (আসিফ মাহমুদ) একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে-৪৭ নয়। এটা তারই একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল।’

AA
আসিফ মাহমুদের ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে, আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন, তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না।’

এ সময় তাকে প্রশ্ন করা হয়, বৈধ লাইসেন্স পেতে বয়স ৩০ বছর হওয়া লাগে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স এখনো ৩০ হয়নি। তাহলে তিনি এটা কীভাবে পেলেন? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

এ সময় তাকে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়। কারণ দুই দফায় স্ক্যানিংয়ে এটি ধরা পড়েনি, তৃতীয় দফায় ধরা পড়েছে। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ধরেন আমার ভাই একজন নেতা। উনি যখন ঢোকে তখন অন্যদের থেকে একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইন সমান হয়, সেটা বলে দেওয়া হয়েছে।’

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments