Saturday, July 12, 2025
HomeScrollingজামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভাবমুর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভাবমুর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

 

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর বিরুদ্ধে একাধিক কুচক্রীমহল কর্তৃক প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকালে স্কুলের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মন্ডলী।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম, এইচএসসি পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থী সাব্বির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থী সহ সাংবাদিকবৃন্দ।

এডমিট কার্ড না পাওয়া শিক্ষার্থী সাব্বির বলেন, আমরা যথা সময়ে অনলাইনে টিসির আবেদন করতে পারিনি। যার কারণে আমাদের ফরম ফিলাপের জটিলতা সৃষ্টি হয়েছে। উক্ত ঘটনায় কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জড়িত নয় এবং আর্থিক ঘটনার বিষয়টি যেভাবে প্রচার হয়েছে তা ভিত্তিহীন তা আমরা  অকপটে স্বীকার করছি।

কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে ১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার এডমিট কার্ড না পাওয়ার যে কারণ তা হলো তারা বিভিন্ন প্রতিষ্ঠানের রেজিস্টার ছিল তারা সে প্রতিষ্ঠান থেকে সময় মত অনলাইনে টিসি আনতে ব্যর্থ হয়েছে যার ফলে তাদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলতে পারিনি বোর্ড আমাদের অনুমতি দেয়নি। শিক্ষার্থী ও অভিভাবকরাও চেষ্টা করেছে বিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করে অনলাইন টিসি আনার জন্য তা আমরা জানি, আমরাও চেষ্টা করেছি তারাও জানে। এই অনলাইন টিসির জটিলতার জন্য তাদের এডমিট কার্ড আসেনি।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments