Monday, April 21, 2025
HomeScrollingউপজেলা নির্বাহী কর্মকর্তাকে হৃদয়ে কমলগঞ্জের বিদায়ী সম্মাননা প্রদান

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হৃদয়ে কমলগঞ্জের বিদায়ী সম্মাননা প্রদান

 

মো.সাইদুল ইসলাম,মৌলভীবাজার।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন এর বদলি জনিত উপলক্ষে হৃদয়ে কমলগঞ্জ এর পক্ষ থেকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সিনিয়র সেচ্ছাসেবী মো.সাইদুল ইসলাম,মো.সোলায়মান খান, জাহেদ আহমেদ,রাজন আবেদিন,ও আব্দুল কাইয়ুম কামরুল এর উপস্থিতিতে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্টানে প্রধান অতিতি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন সহ বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক ও ইনকিলাব পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব ও আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আহমেদুজ্জামান আলম,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছাব্বির এলাহী, প্রেসক্লাবের আহব্বায়ক কমিটির সদস্য ও দৈনিক বাংলা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভ, সাংবাদিক আনকার আলী। ধলাইর ডাক ২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক আসরাফ সিদ্দিক পারভেজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান,সাংবাদিক নির্মল এস পলাশ, পিন্টু দেবনাথ, মো. জালাল চৌধুরী প্রমুখ। সহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

প্রসঙ্গত: কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে জয়নাল আবেদীন গত বছরের ২০ আগস্ট কমলগঞ্জ উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি কমলগঞ্জ উপজেলার উন্নয়নে রাত-দিন কাজ করেছেন। সাধারণ মানুষের যে কোনো সমস্যা সমাধানে তিনি তাৎক্ষণিক ভূমিকা রেখেছেন। শান্তি প্রিয় কমলগঞ্জ উপজেলাকে দীর্ঘ ১৬ মাস সঠিক নেতৃত্ব দিয়ে পরিচালনা করেছেন। নিজের সততা ও কর্মদক্ষতা দিয়ে তিনি সবার মন জয় করে নিয়েছেন। যার ফলে সবার কাছে তিনি জনবান্ধব ইউএনও হিসাবে পরিচিতও লাভ করেছেন।

ইউএনও জয়নাল আবেদীন প্রায় ১৬ মাস কমলগঞ্জে দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে বিদায় নিচ্ছেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments