Tuesday, April 30, 2024
Homeখেলাধুলাসোহান-আফিফের ম্যাচুরিটিতে মুগ্ধ প্রিন্স

সোহান-আফিফের ম্যাচুরিটিতে মুগ্ধ প্রিন্স

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে জিম্বাবুয়ে সফর থেকে ফেরা অ্যাশওয়েল প্রিন্স প্রশংসায় ভাসিয়েছেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানকে। জিম্বাবুয়েনদের বিপক্ষে সিরিজে এই দুজনের ম্যাচুরিটিতে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান।

গত বছর ওয়ানডে অভিষেক হয় আফিফের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ও তৃতীয় ওয়ানডেতে নিজ কাঁধে দায়িত্ব নিয়ে ফিনিশারের ভূমিকা পালন করেছেন এই ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।

অন্যদিকে সোহানও চমৎকার প্রভাব রেখেছেন দলে। তৃতীয় ওয়ানডেতে আফিফকে সঙ্গে নিয়ে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

সোহান-আফিফের প্রশংসা করে প্রিন্স বলেন, ‘সাদা বলের ক্রিকেটে কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যি এই দুজনের (সোহান ও আফিফ) প্রতি মুগ্ধ। তারা সাহসী ও ভয়হীন। বিশেষ করে, ওই মুহূর্তে (জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের গুরুত্বপূর্ণ সময়ে) আফিফ যেভাবে শান্ত ছিল। তারা সাদা বলের ম্যাচে দলকে অনেক কিছু দিতে পারে।

টাইগারদের ব্যাটিং পরামর্শক সম্ভাবনা দেখছেন শামীম হোসেনের মধ্যেও। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছে তার। আর দুই ম্যাচ খেলেই আলো ছড়িয়েছেন এই ২০ বছর বয়সী অলরাউন্ডার। অভিজ্ঞের মতো সামলেছেন ফিনিশারের ভূমিকা। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে টাইগারদের জয়ে সহায়তা করেন তিনি।

ইতিমধ্যে শামীমের গায়ে ‘ফিনিশার’ ট্যাগ লাগিয়ে দিয়েছেন প্রিন্স। তার প্রতিভার প্রশংসা করে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বলেন, ‘আমি মনে করি, সে (শামীম) চমৎকার এক প্রতিভা। আবারও বলছি, আফিফ ও সোহানের মতো সেও সাহসী ভয়হীন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে প্রিন্সকে পাচ্ছে না বাংলাদেশ। তবে এই প্রোটিয়া কোচ জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও শক্ত প্রতিপক্ষের বিপক্ষে টাইগারদের ম্যাচ খেলতে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পাঁচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ আগস্ট থেকে। এই সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে টাইগারদের।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments