দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নতুন মন্ত্রিপরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সদস্যও হয়েছেন নাজমুল হাসান পাপন। গতকাল বঙ্গভবনে শপথও নিয়েছেন মন্ত্রিপরিষদের এই সদস্য। সেখানে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ ছাড়তে চান। এরপর থেকে গুঞ্জন শুরু হয়েছে বিসিবি সভাপতি থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন পাপন। যদি ছেড়েই দেন, তবে কে হবেন নতুন সভাপতি?
বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় মাশরাফি বিন মুর্তজা হচ্ছেন বিসিবি সভাপতি। পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর এ আলোচনায় জোর হাওয়া লাগে। মাশরাফির বিসিবি সভাপতি হওয়া প্রসঙ্গে আজ গণমাধ্যমের সামনে মুখ খুলেন পাপন।মাশরাফিকে বিসিবির সভাপতি হিসেবে দেখতে চান কী না এমন প্রশ্নে বিসিবি প্রধান বলেন,
বিসিবি বস মাশরাফিকে ছাড়াও অনেকে আছেন উল্লেখ করে বলেন,
এদিকে সম্প্রতি দেশের খেলা ভিত্তিক ইউটিউব চ্যানেল ‘নট আউট নোমানের’ সঙ্গে একান্ত সাক্ষাতকারে পাপন বলেন, ‘মাশরাফির জন্য সবসময় বিসিবি বোর্ডের দুয়ার খোলা…’
পাপন বলেন, ‘মাশরাফিকে আমরাও চাই, কিন্তু এখন ও আসবে কোথায়? একটা কথা ভুলে গেলে হবে না ও একজন সম্মানিত সংসদ সদস্য। তাই আমি ওকে যেকোনো জায়গা দিলে হবে না। ওরও তো নিজের একটা ব্যাপার আছে। ও সময় দিতে পারবে কিনা। কারণ ও তো এখন বেশ সময় দেয় রাজনীতিতে। আমি যদি বলি তুমি বয়সভিত্তিক পর্যায় চালাও, এইচপির হেড হও, টিম ম্যানেজার হয়ে টিমের সঙ্গে যাও সেটাও হবে না। এগুলো আগে যত সহজ ছিল তেমন নেই। এখন যত সময় যাচ্ছে তত কঠিন হচ্ছে।’