লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলায় প্রায়ত সাংবাদিক সামিউল ইসলাম সানি স্বরনে পাটগ্রাম মডেল প্রেসক্লাবের আয়োজনে গোল্ডকাপ ব্যাটমিন্টন টুর্নামেন্ট এর উদ্ভধনী খেলা অনুষ্ঠিত হলো। সাংবাদিক সানি “দৈনিক সংবাদ” পাটগ্রাম উপজেলা প্রতিনীধী হিসাবে কাজ করেছেন।তরুন সাংবাদিক ও সমাজকর্মী হিসাবে তিনি একজন পরিচিত মুখ ছিলেন।
উদ্বোধনী খেলায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাশেদুল ইসলাম সুইট, মেয়র, পাটগ্রাম পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব বীর মুক্তিযোদ্ধা এ,এইচ, এম সালাউজ্জামান ফারুক, সাবেক কমান্ডার।
জনাব মোঃ নুরে আলম আজাদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম শাখা।
জনাব ফিরদুজুল ইসলাম রোলেক্স
জনাব মোঃ ফরহাদ হোসেন লিটল, সদস্য জেলা পরিষদ, লালমনিরহাট।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জনাব মোঃ শমসের আলী, সাবেক মেয়র, পাটগ্রাম পৌরসভা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
মোঃ আরিফুল হক (সভাপতি, পাটগ্রাম মডেল প্রেস ক্লাব)
অভ্যর্থনায়, মোঃ লুৎফর রহমান লাইজু, আলমগীর হোসেন (সোহাগ) ( সম্পাদক/সাংগঠনিক সম্পাদক)
মডেল প্রেসক্লাব পাটগ্রাম,লালমনিরহাট।
উদ্ভোধনী খেলায় পাটগ্রাম চাচা রাইডার্স ও বাইপাশমোড় বাজার ব্যাবসায়ী সমিতির টিম অংশগ্রহন করেন। সকল অতিথি ও আয়োজকরা টুনামেন্টর সফলতা কামনা করেনা সুষ্ঠ পরিবেশে ফাইনাল খেলা পর্যন্ত সহোযোগিতা প্রদান করবেন ব্যাক্ত করেন।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গনমাধ্যমকর্মী সাংবাদিক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।সকলেই সাংবাদিক সানির শুন্যতা কর্মময় জীবনের অংশগ্রহন আলচনায় স্বরন করেন।টুর্নামেন্টটি প্রায়ত সাংবাদিক সানি পরিচালিত “জামিলা মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম এডুকেয়ার” স্কুল মাঠে পরিচালিত হবে।
LN24BD