Tuesday, July 1, 2025
Homeবিনোদনজাফর ইকবালের সেই নায়িকা আবার সিনেমায়

জাফর ইকবালের সেই নায়িকা আবার সিনেমায়

আশির দশকে জাফর ইকবালের বিপরীতে ‘প্রতিরোধ’ সিনেমায় অভিনয় করেছিলেন কলকাতার আল্পনা গোস্বামী, অবশ্য বর্তমানে স্বামীর পদবি ‘বসু’ ব্যবহার করেন। এই নায়িকার লিপসিঙ্ক করা ‘ডাকে পাখি খোলো আঁখি’ গানটা এখনো অনেকের পছন্দের।

সেই নায়িকা অনেকদিন ধরে নিজের দেশের বড়পর্দায় অনুপস্থিত। আবার সিনেমায় ফিরছেন বলে খবর দিল ইন্ডিয়ান এক্সপ্রেস।

সত্তর দশকের শেষে আল্পনা পা রাখেন অভিনয়ে। তারপর আশির দশক জুড়ে ছিলেন কলকাতার ছবির জনপ্রিয় নায়িকাদের একজন। সেই সময়ে বছরে প্রায় তিন-চারটি করে ছবি মুক্তি পেতো তার। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘বিদ্রোহী’, ‘অশ্লীলতার দায়ে’, ‘রাশিফল’ ও তপন সিনহার ছবি ‘বৈদূর্য রহস্য’।

নব্বই দশকের পরে তাকে আর দেখা যায়নি পর্দায়। নতুন জীবন শুরু করেন যুক্তরাষ্ট্রে। প্রায় ২৫ বছর তিনি অভিনয় থেকে দূরে। অতীতের সেই অভিনেত্রী সম্প্রতি ‘অগ্নিমন্থন’ নামের একটি ছবিতে কাজ করতে উৎসুক, এমনটাই জানিয়েছেন পরিচালক-প্রযোজক প্রবীর রায়।

পরিচালক এই অভিনেত্রীকে চিত্রনাট্য পাঠিয়েছিলেন। তা ভালো লেগেছে বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ মারফত এবং আল্পনা বললেন, কাজটি করতে ইচ্ছুক। করোনা পরিস্থিতির সমাপ্তি হলেই সেই ছবির কাজ শুরু হবে।

 
RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments