Friday, July 4, 2025
HomeScrolling৬ মাস ধরে নুসরাতের সঙ্গে লিভ ইন করছেন যশ!

৬ মাস ধরে নুসরাতের সঙ্গে লিভ ইন করছেন যশ!

শুক্রবার থেকে টালিউডে গুঞ্জন উঠেছে মা হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ইতিমধ্যেই নুসরাতের সাবকে স্বামী নিখিল জৈন সম্ভাব্য সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন। তারপর থেকেই গুঞ্জন উঠেছে তাহলে নুসরাতের হবু সন্তানের বাবা কি যশ! এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে অন্তত ছয় মাস ধরে নুসরাতের সঙ্গে যশের সম্পর্ক, এমনকি তারা একই ফ্ল্যাটে বসবাস করছেন।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, নিখিল জৈনের কাছ থেকে আলাদা হওয়ার পর অভিনেতা যশের সঙ্গে বসবাস করছেন নুসরাত। ছয় মাস ধরে কলকাতার অভিজাত এলাকা বালিগঞ্জে নুসরাতের ফ্ল্যাটে থাকছেন যশ।

আনন্দবাজার পত্রিকা বলছে, বিষয়টি নিয়ে অভিনেত্রী নুসরাত মুখ না খুললেও ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে।’ গত সপ্তাহে কলকাতা টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল ‘যশের সঙ্গে ডেট করছেন নুসরাত’। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেটি শেয়ারও করেছেন অভিনেত্রী নুসরাত। এই আলোচনার মধ্যেই নুসরাত সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

কলকাতা টাইমসের জরিপে টালিগঞ্জে ২০২০ সালে ‘সবচেয়ে কাঙিক্ষত’ নারীর তালিকায় তৃতীয় অবস্থানে নুসরাত। আর ‘সবচেয়ে কাঙ্ক্ষিত’ পুরুষের তালিকায় এক নম্বরে যশ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। দেড় বছরের মাথায় তাদের সেই সম্পর্কে চিড় ধরে। তারা আইনিভাবে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন কীনা তা অবশ্য জানা যায়নি। তবে নুসরাতের জীবনে নিখিলকে এখন ‘অতীত’ হিসেবেই দেখা হচ্ছে।

গুঞ্জন রয়েছে, ‘এসওএস কলকাতা’ সিনেমার শুটিংয়ের সময় যশের প্রেমে পড়েন নুসরাত। এরপর একসঙ্গে রাজস্থান ঘুরতে গেলে তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments