Thursday, April 25, 2024
HomeScrollingসীমান্তে জানমাল রক্ষার্থে বিজিবির জনসচেতনতামূলক সভা

সীমান্তে জানমাল রক্ষার্থে বিজিবির জনসচেতনতামূলক সভা

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

বর্ডার গার্ড বাংলাদেশ এর ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ৩টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) সাম্প্রতিক সময়ে বন্যহাতির অনুপ্রবেশ ও আক্রমণ হতে সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও ফসল রক্ষার্থে বিজিবির সংশ্লিষ্ট বিওপি সমূহ কর্তৃক শুক্রবার সীমান্ত এলাকায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩৭টি স্থানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারনের উপস্থিতিতে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

জনসচেতনতামূলক সভায় বন্য হাতির আক্রমণ থেকে সীমান্তবর্তী ফসলি জমি ও জানমাল রক্ষার জন্য স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি হাতির আক্রমণ হতে বাঁচার উপায় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

উল্লেখ্য, এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে বিজিবি’র উল্লেখিত জেলা সমুহের ২৬টি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এমএইচএম /LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments