Thursday, May 16, 2024
HomeScrollingধর্ষণের প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন-সমাবেশ

ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন-সমাবেশ

সম্প্রতি ঘটে যাওয়া সিলেটের এমসি কলেজসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির‌্যাতনের প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন, সমাবেশ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

এসব কর্মসূচি থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি জানানো হয়। জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত তুলে ধরা হলো-

চুয়াডাঙ্গা: মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ- এখনই সময়’ স্লোগান নিয়ে ছাত্র সমাজের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ পেশাজীবী সংগঠনের নেতারা অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে সারা দেশে হত্যা ও ধর্ষণের মতো ঘটনা বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। কিন্তু এসব অনৈতিক কাজের সাথে যারা জড়িত তাদের উল্লেখযোগ্য কোনো শাস্তি হচ্ছে না। বিচার না হওয়ার এক অভিনব সংস্কৃতি তৈরি হওয়ায় দেশে হত্যা ধর্ষণের মত অপরাধ ক্রমান্বয়ে বেড়ে চলেছে।

বক্তারা উল্লেখ করেন, আমরা কোনো রাজনীতি বুঝি না। রাজনীতির জটিল অংকও বুঝতে চাই না। আমরা চাই এক অসাম্প্রদায়িক বাংলাদেশ। যে বাংলাদেশে জাতির জনকের আদর্শ থাকবে, থাকবে সুশাসন।

সিলেটের এমসি কলেজে নারী ধর্ষণসহ সারা দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ছাত্র সমাজের এই কর্মসূচি থেকে উদ্বেগ জানানো হয়। হুঁশিয়ারি দেওয়া হয় রাষ্ট্রের নীতি নির্ধারকরা এখনই দেশের সুনাম বিনষ্টকারী ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ছাত্র সমাজ রাজপথেই এর সমাধান খুঁজবে।

বাগেরহাট: নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে মহিলা পরিষদ ও বাদাবন। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদ ও বাদাবন যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

সুনামগঞ্জ: দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সামজিক প্রতিরোধ কমিটি।

মঙ্গলবার সকালে পৌর শহরের আলফাত স্কয়ার এলাকার এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। নারী-শিশুরা ঘরে-বাইরে কোথাও এখন নিরাপদ নয়। সমাজের সর্বত্র এখন ভীতিকর অবস্থা বিরাজ করছে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আইনের যথাযথ প্রয়োগের অভাব, সরকারের উদাসীনতা এ জন্য দায়ী। যুব ও তরুণ সমাজের একটি অংশ রাজনৈতিক প্রশ্রয়ে এসব করছে। তাই প্রতিটি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের মদদদাতাদেরও আইনের আওতায় আনতে হবে। না হলে এসব অপকর্ম বন্ধ হবে না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। পাশাপাশি এসব জগণ্য কর্মকাণ্ড রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কমলগঞ্জ: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনায় ব্লাড ডোনেশন গ্রুপ (বিডিজি) ’র আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

জয়পুরহাট: নোয়াখালী-সিলেট-খাগড়াছড়ি-সাভারসহ সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ-হত্যা-নির্যাতন বন্ধের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে শহরের পাঁচুরমোড়ে জেলা বাদসের ব্যানারে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণসহ সারা দেশব্যাপী সংঘটিত নারী নির্যাতন, যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে এবং নারীর সুরক্ষা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদাভাবে এ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।

এ মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments