Saturday, July 12, 2025
HomeScrollingগাইবান্ধায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল এর আগমন

গাইবান্ধায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল এর আগমন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও দ্য ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাকটিভিটিজের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ডা. নাটালিয়া কানেম গাইবান্ধায় অবস্থান করছেন।

গতকাল মঙ্গলবার  ৯টায় ঢাকা থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে তিনি গাইবান্ধা জেলা সদরের তুলশীঘাটের হেলিপ্যাডে অবতরণ করেন।

এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা প্রশাসনের পক্ষে জুয়েল মিয়া আন্ডার সেক্রেটারি জেনারেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর সড়ক পথে গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল কমিউনিটির জনগণের জীবনমানের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

তিনি দুপুরে গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

বেলা ২টার দিকে তিনি গাইবান্ধার বেসরকারি প্রতিষ্ঠান গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীদের সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিজেদের সহনশীল করার বিষয়াদি নিয়ে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments