Tuesday, May 14, 2024
Homeআইন-আদালতমাদারীপুরে গুচ্ছগ্রাম ও বেদেপল্লীতে ইউএনও’র ও জীবানুনাশক বিতরণ

মাদারীপুরে গুচ্ছগ্রাম ও বেদেপল্লীতে ইউএনও’র ও জীবানুনাশক বিতরণ

বিশেষ প্রতিবেদক- মাদারীপুর।।

করোনা ভাইরাস প্রতিরোধে মাদারীপুরে গুচ্ছগ্রাম ও বেদেপল্লীতে মাস্ক, জীবানুনাশক ফ্লাইড, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পেয়ারপুর ও মস্তফাপুর এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়। এতে গুচ্ছগ্রামের ২শ’ ৪০টি পরিবার ও বেলেপল্লীর ২০টি পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। বিনামূল্যে এই জীবনুনাশক সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্ররা। 

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, হতদরিদ্র নিন্ম আয়ের মানুষেরা এসব উপকরণ সংগ্রহ করতে না পারায় তাদের মাঝে বিনামূল্যে মাস্ক, জীবানুনাশক ফ্লাইড, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসন শাখার এনডিসি আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলায় চলতি মাসে ৩ হাজার ২শ’ প্রবাসী বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে এক হাজার ৩শ’ ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এদের মধ্যে ৮শ’ ৪৮জনকে রিলিজ দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমন নিয়ে সদর হাসপাতালে ভর্তি হওয়া ৭জনের মধ্যে ৫জন সুস্থ্য হওয়ায় তাদেরকে এ্যাম্বুলেন্সযোগে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। এদিকে টানা ১০দিন ধরে লকডাউনে থাকা শিবচর উপজেলায় বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments