মাদারীপুর প্রতিনিধি।।
ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারী তার নিজ বাড়ীতে সহস্রাধিক পরিবারকে ঈদ উপহার শাড়ী কাপড়, থ্রি পিছ, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছে। আজ দুপুরে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারী নিজ বাড়ীতে এই ঈদ উপহার বিতরণ করা হয়। পর-উপকারী মোঃ মনির হোসেন বেপারীর সঞ্চালনায় প্রথমে ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারী উক্ত ঈদ উপহার বিতরণের উদ্বোধন করেন এরপর গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিদের দিয়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারে ছিল মহিলাদের জন্য শাড়ী, থ্রীপিছ ও পুরুষদের জন্য লুঙ্গি এবং যারা এই তালিকায় ছিল না তাদেরকেও সমপরিমাণ অর্থ ঈদ উপলক্ষে ঈদ উপহার দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হারুন বেপারী, আব্দুল হাই বেপারী, সুলতান বেপারী, তবারক বেপারী, সরোয়ার বেপারী, জাফর বেপারী, সাহা বেপারী, লুৎফর বেপারী, মোশাররফ হাওলাদার, তাহেব বেপারীসহ অনেকেই। ঈদ উপহার পেয়ে খুশি স্থানীয় পরিবারগুলো,
ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারী বলেন, আমি যাতে সবসময় মানুষের পাশে থাকতে পারি সবাই দোয়া করবেন।