খেলনা দেবার নাম করে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার উড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গ্রামের বাসিন্দা অভিযুক্ত আকাশ মোল্লা (১৮) পালাতক রয়েছে।
ভুক্তভোগী শিশুর মা জানান, গত ২০ মার্চ বিকালে শিশুটিকে বাড়ি রেখে তার মা বাড়ির পাশে ধনিয়া ক্ষেতে গিয়েছিল। এ সময় প্রতিবেশী তারু মোল্লার ছেলে আকাশ মোল্লা মাটির খেলনা দেবার কথা বলে পাশের একটি মেহেগুনি বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধনিয়া ক্ষেত থেকে শিশুর মা বাড়িতে এসে দেখে তার মেয়ে পেট ধরে কান্নাকাটি করছে। জিজ্ঞেস করলে শিশুটি জানায়, প্রতিবেশী তারু মোল্লার ছেলে আকাশ মোল্লা তাকে খেলনা দেয়ার কথা বলে মেহেগুনি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে।
বিষয়টি জানাজানি হলে ধর্ষক আকাশ মোল্লার প্রভাবশালী লোকজনেরা শিশুর পরিবারকে মামলা না করতে চাপ দেন এবং ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
গত মঙ্গলবার শিশুর বাবা শরিফুল মোল্লা বাদী হয়ে কাশিয়ানী থানায় গিয়ে মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শফিউদ্দিন খান বলেন, শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।