Friday, April 18, 2025
HomeScrollingপলাশবাড়ীতে জিয়া পরিষদের উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীতে জিয়া পরিষদের উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জিয়া পরিষদের আয়োজনে পরিচিতি সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ই মার্চ শুক্রবার বিকালে স্থানীয় মহিলা কলেজ মাঠে পরিচিত সভার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা জিয়া পরিষদ এর আহবায়ক আব্দুল আউয়াল আরজু।

উপজেলা জিয়া পরিষদ এর আহবায়ক মাহবুব রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব মুরাদ আযম চৌধুরী এর সঞ্চালনায় পরিচিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের ঐকবদ্ধ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আর্দশ ও উদ্দেশ্য বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পূর্বের ন্যায় আগামীতে জনসেবামুলক কর্মকান্ডে আত্মনিয়োগ করার আহবান জানান তিনি । সেইসঙ্গে সামাজিক অবক্ষয়,নারী শিশু নির্যাতন নিপীড়ন,ধর্ষন ও হত্যার বিরুদ্ধে এলাকাভিক্তিক সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনসাধারণকে সজাগ ও সচেতন হওয়ার আহবান জানান।

জিয়া পরিষদের পরিচিতি সভায় অমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামদ মন্ডল,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন,বৈদেশিক ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ,উপজেলা বিএনপির সহ সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আনজু,আজাহার আলী,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোস্তাক, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ,তাতীদলের আহবায়ক মিলন,ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফসহ অন্যান্যরা।

অপরদিকে পলাশবাড়ী উপজেলা যুবদলের আয়োজনে ৮টি ইউনিয়নের ৭২ টি ওয়ার্ড যুবদলের উদ্যোগে একযোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান নিক্সনসহ আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে নিজ নিজ এলাকাসহ উপজেলার অন্যান্য এলাকায় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments