Friday, April 18, 2025
HomeScrollingপলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দরপত্র আহ্বানে অনিয়মের অভিযোগ

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দরপত্র আহ্বানে অনিয়মের অভিযোগ

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

৫ই ফেব্রুয়ারী প্রকাশিত দরপত্র এম,এস,আর ৬টি গ্রুপের দরপত্রের আহবান করা হয়েছে যাহার স্মারক নং ইউএসসি/পলাশ/গাই/এমএসআর/২০২৪-২০২৫/২৩৪ দরপত্রের ক্রয়ের আবেদনে যে সকল শর্ত আরোপ করা হয়েছে তা পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ (সংশোধিত–২০২১) খ্রীঃ মোতাবেক বিধি বহির্ভূত হয়েছে বলে জানান একাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান। এ বিষয়ে ঠিকাদার নূরে আলম সিদ্দিক পলাশবাড়ী ইউএইচএফপিও কর্মকর্তার প্রতি অভিযোগ করে বলেন,আওয়ামী সরকারের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসা পরিষদ (সাচিব) এর নেতৃ বৃন্দের দিক নির্দেশনায় স্বৈরাচার আওয়ামী দোসরদেরকে কাজ পাইয়ে দেয়ার সহজিকরণের পায়তারা চালিয়ে যাচ্ছেন। এতে করে নতুন ও ছোট পুঁজির ঠিকাদাররা অংশগ্রহণ করতে পারছেন না। তিনি আরো বলেন, নিয়ম বহির্ভূত দরপত্রটি বাতিল করে পূনরায় বিধি মোতাবেক দরপত্র আহবান করা হোক,যাতে করে সকল ঠিকাদার অংশ গ্রহন করতে পারে এবং এতে করে কোন ঠিকাদার বৈষম্যের শিকার হবে না। অভিযোগের বিষয়টা জেলা সিভিল সার্জনের কাছে জানতে চাইলে ডা. কানিজ সাবিহা বলেন,পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (পিপিআর) বিধি বিধান মেনে সঠিকভাবে দরপত্র আহ্বান করার নিমিত্তে জেলার সব কটি উপজেলায় লিখিত নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন,এই নির্দেশ অমান্য করে যদি কোন দরপত্র আহ্বান করা হয়,তাহলে এর দায় দায়িত্ব ঐ সকল কর্মকর্তাকেই নিতে হবে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান গণমাধ্যম কর্মীদের অভিযোগের প্রশ্নের জবাবে দায়সারা উত্তরে বলেন,আগেও তো এভাবেই দরপত্র আহবান করা হয়েছে কোন সমস্যা তো হয় নাই।

এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ঠিকাদার সহ সচেতন অভিজ্ঞ মহল।।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments