মাদারীপুর প্রতিনিধি।।
‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ ‘ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।
মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোসা: তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে ও মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম এর সঞ্চালনায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার বিস্তারিত তুলে ধরেন মাদারীপুর কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, মাদারীপুর সিভিল সার্জন ডা.মুনীর আহমেদ খান,
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাসহ জেলার রেস্টুরেন্টের মালিকগন।