Saturday, July 12, 2025
HomeScrollingকাশিয়ানীতে দুটি মন্দির ভাঙচুর ও আগুন

কাশিয়ানীতে দুটি মন্দির ভাঙচুর ও আগুন

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি মন্দিরে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা প্রমথ বিশ্বাস বলেন, ‘আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা মন্দিরে পূজা দিই। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে বাঁশের তৈরি দরজাটি খোলা দেখতে পাই। দুর্গা মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি পূজার সরঞ্জাম আগুনে দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া পাশের শীতলা মন্দিরে প্রতিমার গায়ে পাটখড়ি দিয়ে আগুন দেওয়া হয়েছে। পরে আমি বিষয়টি সবাইকে জানাই।’

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান, রামদিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন বলেন, ‘আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments