Friday, April 18, 2025
HomeScrollingমাদারীপুরে কৃষকের লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।। লক্ষাধি টাকার ক্ষতি সাধন।। দিশেহারা...

মাদারীপুরে কৃষকের লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।। লক্ষাধি টাকার ক্ষতি সাধন।। দিশেহারা কৃষক ও পরিবার

হাফিজুল শরিফ,মাদারীপুর।।
কৃষিকাজ যার একমাত্র ভরসা। সন্তান ও পরিবারের খরচ যোগাতে কৃষি ব্যাংক থেকে ৫লক্ষ টাকা ঋণ গ্রহণ করে মুনসুর আলী। সেই টাকায় গরু পালনসহ বিভিন্ন ফসলসহ ৬০ শতাংশ জমিতে গম ও ২০ শতাংশ জমিতে লাউ চাষ শুরু করে এবং কিছু দিন পরে লাউ ও বিক্রি যোগ্য হলে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার বেশী বিক্রি করতে পারতো কিন্তু রাতের আঁধারে সকল লাউ গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা । বিপুল পরিমাণ ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে মুনসুর ও তার পরিবার। সেই সাথে আতঙ্কে রয়েছে যদি আরও বড় ধরনের ক্ষতি করে তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে। তবে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
জানা যায়, ভাল থাকার আসায় সন্তানদের স্বপ্ন পূরণের লক্ষ্যে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের মুনসুর আলী মস্তফাপুর ইউনিয়নের বড় বাড্ডা এলাকায় ১০০ শতাংশ জমির বেশীতে ধান, পাট, গম, ভুট্টা, সরিষা কালো জিড়া, ধনিয়া, লাউ, কুমড়া, বেগুন, মুলা ও ৫ টি গরু পালনসহ কয়েকটি পুকুরে মাছচাষ শুরু করে। মুনসুরের কৃষি করে সন্তানের পড়াশোনা ও পরিবার খরচ বহন করে ভালোই চলছিল কিন্তু গতরাতে কিছু দুর্বৃত্তরা অর্ধশতাধিক লাউ গাছ কেটে ফেলেছে। সাথে অন্যান্য ফসলের ক্ষতি করেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা স্থানীয় ভাবে খারাপ, আইন অমান্যকারী, প্রতারক, দাঙ্গা-হাঙ্গাম্যকারী, পর-সম্পদ লোভী ও অসাধু প্রকৃতির লোকজন হতে পারে। এই ক্ষতিকর ক্ষতিসাধনে দিশেহারা হয়ে সদর থানায় একটি ডাইরি করছে পরবর্তীতে ফসলসহ অন্যান্য ক্ষতি সাধন থেকে রক্ষায়। আগামীতে কোন কৃষকের ফসল কোন দুর্বৃত্তরা অতি সাধন করতে না পারে সেদিকে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
মুনসুরের পরিবারের সদস্যরা বলেন, অনেক টাকা লোন নিয়ে কৃষক কাজ করেছে। সে ভাল থাকুক এটা হয়তো কেউ চায় না, তাই তার এই ক্ষতি করেছে। তবে আমরা এই ক্ষতির তদন্তসহ বিচার চাই।
ক্ষতিগ্রস্থ মুনসুর আলী বলেন, আমি ৫ লক্ষ টাকা কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে এই কৃষি কাজ শুরু করছি, এই কৃষি কাজের টাকা দিয়ে আমার সন্তান ও পরিবারের খরচসহ ঋণের টাকা পরিশোধ করি। এভাবে আমার ক্ষতি করলে আমি বাচবো কিভাবে আর ঋণের টাকা পরিশোধ কিভাবে করবো। আমি প্রশাসনের কাছে তদন্ত পূর্বক বিচার চাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, অভিযোগে ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে এই কর্মকর্তা

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments