Monday, December 9, 2024
HomeScrollingব্যাংক ডাকাতি আর যুবলীগ সমার্থক শব্দে পরিণত হয়েছিল

ব্যাংক ডাকাতি আর যুবলীগ সমার্থক শব্দে পরিণত হয়েছিল

জামালপুর সংবাদদাতা।।  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, স্বাধীনতার উত্তোলন এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ দুর্বৃত্তায়নের বন্দি হয়ে পড়েছিল। যদি কোন ব্যাংক ডাকাতির কথা আলোচনায় আসতো তাহলে মানুষ একটি সংগঠনের দিকে আঙ্গুল তুলতেন। ব্যাংক ডাকাতি আর যুবলীগ সমার্থক শব্দে পরিণত হয়েছিল। জামালপুরে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক এক যৌথ কর্মীসভা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠে এ যৌথ কর্মীসভার আয়োজন করা হয়।
নুরুল ইসলাম নয়ন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভেন মার্ডার নিয়ে আলোচনা হলে একটি সংগঠনের কথা মানুষের মাথায় আসতো সেটা হলো ছাত্রলীগ। সব ধরনের অপরাধ আর ছাত্রলীগ, যুবলীগ এগুলো সমার্থক শব্দে পরিণত হয়েছিল। কিন্তু ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় সৃষ্টি করে রেখে গেছেন ওই তাদের সাথে পার্থক্য তেরী করার জন্য।
তিনি আরও বলেন, আগামীদিনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মানুষের মন জয় করে জাতীয় নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্মসম্পাদক শ্যামল মালুমের সঞ্চালনায় যৌথ কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াসিন আলী, যুগ্মসাধরণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহাম্মেদ পলাশ, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফজাল মোহাম্মদ ইয়াহিয়া, সহ-সভাপতি শাহজাহান শাওন, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীব, সদস্য সচিব মো. সোহেল রানা খান প্রমুখ।
যৌথ কর্মীসভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LN24BD /mukta

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments