পলাশবাড়ীতে গর্ভবতী হাওয়া বেগম হত্যার বিচার দাবীতে বুধবার গাইবান্ধা~পলাশবাড়ী সড়কের রাইসমিল নামক স্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ এলাকাবাসীর।
জানা গেছে,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়া গ্রামের দরিদ্র হারুন মিয়া তার মেয়ে হাওয়া বেগমকে প্রায় চার বছর আগে একই ইউপির বিশ্রামগাছী গ্রামের সাহেব উদ্দীনের ছেলে জিল্লুর রহমানের সাথে বিবাহ দেন। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুক এর জন্য স্বামী জিল্লুর রহমান ও পরিবারের লোকজন হাওয়া বেগমকে শারীরিক নির্যাতন সহ মানসিক নির্যাতন করে আসছিলো।
আর এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই/২৪ ইং তারিখে দেড় লাখ যৌতুকের টাকা বাবার বাড়ী থেকে আনার জন্য জিল্লুর রহমান গর্ভবতী স্ত্রীকে নির্যাতন ও চাপ সৃষ্টি করে। একপর্যায়ে পরদিন ২১ জুলাই ভোরে হাওয়া বেগমকে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামী ও তার পরিবারের লোকজন অপপ্রচার চালানোর অভিযোগ করেন হাওয়ার পিতা হারুন মিয়া। এ ব্যাপারে হারুন মিয়া জিল্লুর রহমান সহ ৫ জনকে আসামি করে গত ২১ জুলাই পলাশবাড়ী থানায় একটি মামলা ( মামলা নং-১৯,তাং ২১/০৭/২০২৪ ইং) দায়ের করেন।
এদিকে,আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দাবী করে এবং আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে গত বুধবার ২৫ সেপ্টেম্বর এলাকাবাসী বিশাল এক মানববন্ধন করেন।
পলাশবাড়ী~গাইবান্ধা সড়কের রাইসমিল নামক স্থানে সকাল দশটা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে নারী পুরুষ রাস্তায় বসে পড়লে উভয় পার্শ্বে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পলাশবাড়ী থানার ওসি তদন্ত লাইছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আসামীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে ক্ষিপ্ত জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।।