আরিফুর রহমান,মাদারীপুর।।
ভুয়া নার্স অপসারণের দাবিতে সিভিল সার্জন ও জেলা প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে নার্সিং ইনস্টিটিউট মিডওয়াইফারি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২২আগষ্ট) সকালে জেলা সিভিল সার্জন অফিসের কার্যালয় থেকে সচেতন নার্স ও মিডওয়াইফের শিক্ষার্থীরা ভুয়া নার্স অপসারণের দাবিতে জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করে বিক্ষোভ মিছিল বের করে।
এরপরে ভুয়া নার্স অপসারণে বিভিন্ন স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবরে ভুয়া নার্স অপসারণে দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান করে।
শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের বেশিরভাগ ক্লিনিকে ভুয়া নার্সের মাধ্যমে চলছে চিকিৎসা সেবা। আরএন রেজিস্টার ছাড়াই বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নার্সরা চিকিৎসা দিয়ে যাচ্ছে। এতে প্রকৃত রেজিস্টার নার্স বঞ্চিত হচ্ছে। আরএন লাইসেন্স ছাড়া অনিবন্ধিত নার্সরাই ভুল চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ক্লিনিক ও হাসপাতালে। নার্সিং শিক্ষার্থীরা ৩ বছর কোর্স শেষ করে ইন্টার্নশীপ দিয়ে আরএন পরীক্ষার মাধ্যমে নিবন্ধিত নার্স হচ্ছে অনেক কষ্ট ও পরিশ্রম করে। তারপরও নিবন্ধিত নার্সরা সব জায়গায় অবহেলিত হচ্ছে। অনিবন্ধিত নার্সদের ৭২ ঘন্টার মধ্যে অপসারণ না করলে শিক্ষার্থীরা শহরের সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করবে বলেও জানানো হয়।
ln24bd/mh