গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশে ছাত্র-জনতার উপর গুলি বর্ষন এবং হত্যাকান্ডের বিচারের দাবীতে অবস্থান কর্মসুচি পালন করেছে উপজেলা বিএনপি এবং তার অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
১৪ই আগষ্ট(বুধবার) বিকালে ৪টা সময় উপজেলা মুক্তমঞ্চে এ অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বি.এন .পির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(ফরিদপুর বিভাগ) মোঃ সেলিমুজ্জামান সেলিম।
উপজেলা সদরে মুক্তমঞ্চে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক শিমুলের সঞ্চালনা বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ মোঃ সেলিম,বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা মোঃ মোস্তফা কামাল বকুল লস্কার, মোঃ হিরো মৃধা,মোঃ হাসানুজ্জামান মিল্টন, জেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ মতিউর রহমার রনি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফোরকান শরীফ টিটো, উপজেলা যুবদলের সদস্য সচিব মো.আরিফুর রহমান পাবেল প্রমূখ। সেখানে দলীয় নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে।