অনলাইনে জঙ্গিদের তৎপরতা বন্ধ করাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। এজন্য জঙ্গিদের তৎপরতা রুখে দিতে অভিভাবক থেকে শুরু করে সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। এছাড়া সকল অভিভাবককে তাদের সন্তানদের দৈনন্দিন কর্মকাণ্ডের দিকে নজর রাখারও পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।
সোমবার (১ জুলাই) সকালে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে, কীভাবে চলছে, কাদের সাথে থাকছে, কী নিয়ে থাকছে, অনলাইনে কতক্ষণ থাকছে প্রত্যেক বাবা-মা ও অভিভাবকরা যদি এসব বিষয়ে ঠিকমতো লক্ষ্য রাখেন তাহলে আমি মনে করি এই সংক্রমণ থেকে আমরা অনেকটা নিরাপদ থাকতে পারব।
জঙ্গি সংগঠনের সদস্যরা ইন্সুরেন্স কোম্পানিগুলোতে ঘাপটি মেরে থাকছে সম্প্রতি এমন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রেক্ষিতে পুলিশ কেমন ভূমিকা পালন করছে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, আমাদের জঙ্গি সংশ্লিষ্ট যেকোনো ধরনের প্রতিষ্ঠানই হোক, ব্যক্তি হোক বা সংগঠনই হোক তাদের প্রত্যেকের পেছনে আমাদের তৎপরতা রয়েছে এবং এই তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অনলাইনে জঙ্গি মতাদর্শ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সিটিটিসি, ডিবি ও সিআইডিসহ অন্যান্য গোয়েন্দা বাহিনীর তৎপরতাগুলো অব্যাহত আছে। আমরা মনে করি, যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট বা সিটিটিসিসহ অন্যান্য যে সংগঠনগুলো তাদের তৎপরতা অব্যাহত আছে।