মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর,
জামালপুরে বাস, পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে দুই সবজি ব্যবসায়ী ও ড্রাইভার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ যাত্রী। ঘটনাস্থল থেকে বাস, পিকআপ ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার সলিমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার আব্দুস সোবহানের ছেলে সামছুল ইসলাম (৪৫) ও পিকআপের ড্রাইভার সুজা মণ্ডল।আহতরা হলেন- জালাল উদ্দীন, মো. ওজি, মৌসুমি, সুজা মন্ডল, শরিফা, শহিদুল।
পুলিশ জানায়, ভোরে দুই দিক থেকে বাস ও পিকআপ আসছিল। পিকআপের পেছনে ছিল সিএনজি। বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের প্রচণ্ড ধাক্কায় পিকআপ পেছনের দিকে ছিটকে গিয়ে আঘাত করে সিএনজির ওপর। এতে ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ী নিহত হন। আহত হন পিকআপ ও সিএনজির ৬ জন যাত্রী।
পরে ড্রাইভার সুজা মণ্ডলকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যায়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহব্বত কবির বলেন, ‘পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
LN24BD /MHM