Monday, May 20, 2024
HomeScrollingউদ্ধার হওয়া ৪২ টিয়া ফিরে গেল আপন ভুবনে

উদ্ধার হওয়া ৪২ টিয়া ফিরে গেল আপন ভুবনে

মিরসরাইয়ে পাচারের সময় উদ্ধার ৪২টি দেশি জাতের টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে বারৈয়াঢালা জাতীয় উদ্যানে পাখিগুলোকে খোলা আকাশে মুক্ত করে দেওয়া হলে তারা আপন ভুবনে ফিরে যায়।

বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন ও খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউল আলম মুন্না পাখিগুলো অবমুক্ত করেন। এর আগে সোমবার (১৩ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বড়তাকিয়া এলাকায় পাচারের সময় উদ্ধার করে বড়তাকিয়া বিট কর্মকর্তারা।

বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন বলেন, সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু খাঁচা দেখতে পাই। তখন স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে এগুলো কার তারা বলে আমরা জানি না। পরবর্তীতে আমি খাঁচার ভিতরে থাকা প্লাস্টিকের ভিতরে দেখতে দেশি জাতের ৪২টি টিয়া পাখি। তখন এগুলো উদ্ধার করে আমার হেফাজতে নিয়ে যায়। মঙ্গলবার সকালে এগুলো বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

thumbnail_5

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিয়াগুলো পাচারকারী চক্রের সদস্যরা পাচারের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া একইদিন রাতে খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু এলাকা থেকে তিনটি গোখরা সাপ উদ্ধার করে বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments