London Escorts sunderland escorts 1v1.lol unblocked yohoho 76 https://www.symbaloo.com/mix/yohoho?lang=EN yohoho https://www.symbaloo.com/mix/agariounblockedpvp https://yohoho-io.app/ https://www.symbaloo.com/mix/agariounblockedschool1?lang=EN
Saturday, October 5, 2024
HomeScrollingহজ্ব নিবন্ধন শুরু , খরচ কত?

হজ্ব নিবন্ধন শুরু , খরচ কত?

আজ বুধবার (১৫ নভেম্বর) শুরু হচ্ছে হজযাত্রী নিবন্ধন। যা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। বেসরকারি ব্যবস্থাপনার এজেন্সির হজযাত্রীদের ২ লাখ ৫ হাজার টাকায় নিবন্ধন করতে হবে। হজ প্যাকেজের বাকি টাকা ১৫ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

হাবের দেওয়া তথ্যমতে— হজযাত্রীদের জন্য সরকারি দুটি প্যাকেজের সঙ্গে সমন্বয় রেখে বেসরকারি এজেন্সিগুলো প্যাকেজ ঘোষণা করেছে। বেসরকারিভাবে হজে যেতে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা, যা গত বছরের তুলনায় ৮২ হাজার ৮১৮ টাকা কম। আর বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজে হজে যেতে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। যেখানে চলতি বছর বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। তবে বেসরকারি এজেন্সিগুলোর নির্ধারিত খরচের বাইরে কোরবানি খরচ হজযাত্রীকে বহন করতে হবে এবং নিজ দায়িত্বেই কোরবানি সম্পন্ন করতে হবে।

এর আগে গত ২ নভেম্বর সরকারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। সরকারিভাবে এবার হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। ঘোষিত সাধারণ প্যাকেজ অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক যাত্রীর গত বছরের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কম।

 

সংবাদ সম্মেলনে হাব সভাপতি বলেন, হজযাত্রীকে কোরবানি বাবদ আনুমানিক ৮০০ সৌদি রিয়েল সঙ্গে নিতে হবে এবং কোরবানি নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে। হজযাত্রী সৌদি আরবে ৩০ থেকে ৪৮ দিন অবস্থান করতে পারবেন। এর মধ্যে মদিনায় অবস্থান করতে পারবেন পাঁচ থেকে আট দিন। ভিসার মেয়াদ থাকবে আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত। ৬৫ বা এর বেশি বয়সিরাও হজে যেতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকার সনদ লাগবে। এজেন্সিগুলো বিভিন্ন সুযোগ-সুবিধাসহ বিভিন্ন মানের প্যাকেজ ঘোষণা করতে পারবে।

বিশেষ হজ প্যাকেজের বৈশিষ্ট্য কী 
প্যাকেজ আপগ্রেডেশন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে দুই ও তিন সিটের রুম, মক্কায় হারাম শরিফের চত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেল, মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা, এক রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে, মিনায় ‘এ’ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবারের ব্যবস্থা, মিনা-আরাফাহ ও মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে কোটা ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির কোটা ১ লাখ ১৭ হাজার জন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments