গাজীপুরের কালিয়াকৈরে একটি ফয়েল পেপার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রায়হান।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সাফওয়ান ফয়েল অ্যান্ড কোয়ালিটি টেক্স কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর, সাভার ও আশেপাশের ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুই ঘণ্টা পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।