Wednesday, May 8, 2024
HomeScrollingট্রাকে বালু তোলার সময় চাপা পড়ে নিহত ৩

ট্রাকে বালু তোলার সময় চাপা পড়ে নিহত ৩

রাজবাড়ীর ধাওয়াপাড়া বালুর চাতাল থেকে ট্রাকে বালু ওঠানোর সময় বালুর স্তুপ ভেঙে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালুর চাতালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম শেখ (৫৫), বেকুর ড্রাইভার মারুফ শেখ (২০) ও ট্রাকের ড্রাইভার মো. রিমন আলী (২৭)।

স্থানীয়রা জানিয়েছেন, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে রয়েছে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে বালুর চাতালের উপর থেকে বেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই বালুর স্তুপের উপর থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজাউল করিম জানান, বালুর চাতালে কাজ করার সময় বালু চাপায় তিনজন নিহত হয়েছেন। তাদের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments