Wednesday, July 2, 2025
HomeScrollingবিএনপির প্রতিনিধি দলের সাংবাদিক নাদিমের কবর জিয়ারত

বিএনপির প্রতিনিধি দলের সাংবাদিক নাদিমের কবর জিয়ারত

জামালপুর সংবাদদাতাঃ

জামালপুরের বকশিগঞ্জে নিহত সাংবাদিক নাদিমে কবর জিয়ারত করেছে বিএনপির প্রতিনিধি দল।

রবিবার (১৮জুন) সকালে উপজেলার নিলক্ষিয়া গোমেরপাড়া এলাকায় সাংবাদিক নাদিমের পারিবারিক কবরস্থানে শায়িত নাদিমের কবর জিয়ারত করা হয়।

প্রতিনিধি দল নিহত সাংবাদিক নাদিমের পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

এ সময় কবর জিয়ারতে অংশ নেন, বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, নির্বাহী কমিটির সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।

কবর জিয়ারত শেষে বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন বলেন, যারা স্বাধীন সাংবাদিকতাকে ও গণতন্ত্রের বাকরুদ্ধ করতে চাই তারাই নাদিমকে হত্যা করেছে।
সাংবাদিক নাদিম হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments