Wednesday, July 2, 2025
HomeScrollingব্রেক ডান্স দেখিয়ে বোলারকে চটালেন তাসকিন, ভাইরাল ভিডিও

ব্রেক ডান্স দেখিয়ে বোলারকে চটালেন তাসকিন, ভাইরাল ভিডিও

অনলাইন ডেস্ক।। 

বাইশ গজে ব্রেক ডান্স দেখালেন তাসকিন আহমেদ। হারারে টেস্টে বৃহস্পতিবার তার ওই ব্রেক ডান্সে মেজাজ হারান প্রতিপক্ষ বোলার ব্লেসিং মুজারাবানি। তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় তাসকিনের।

তাসকিনের সেই ডান্স এখন নেট দুনিয়ায় ভাইরাল।

ঘটনা ইনিংসের ৮৫তম ওভারের। বল করছিলেন ব্লেসিং মুজারাবানি। ওই ওভারে তার চতুর্থ বলটি ছিল শর্ট অফ লেংথ। যা তাসকিন সতর্কতার সঙ্গে ছেড়ে দেন। তারপর হাত দিয়ে কিছুটা নাচের মতো ভঙ্গি করেন, যা দেখে রেগে যান মুজারাবানি।

তাসকিন শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। দশ নম্বরে নেমে ১৩৪ বলে করেন ৭৫ রান। মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে দেশের পক্ষে রেকর্ড ১৯১ রানের জুটি উপহার দেন। মাহমুদউল্লাহ ১৫০ রানে অপরাজিত থেকে যান। বাংলাদেশ প্রথম ইনিংসে পায় ৪৬৮ রানের পুঁজি। জবাবে ১ উইকেটে ১১৪ রান তুলে দিন শেষ করে জিম্বাবুয়ে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments