তাসকিনের সেই ডান্স এখন নেট দুনিয়ায় ভাইরাল।
ঘটনা ইনিংসের ৮৫তম ওভারের। বল করছিলেন ব্লেসিং মুজারাবানি। ওই ওভারে তার চতুর্থ বলটি ছিল শর্ট অফ লেংথ। যা তাসকিন সতর্কতার সঙ্গে ছেড়ে দেন। তারপর হাত দিয়ে কিছুটা নাচের মতো ভঙ্গি করেন, যা দেখে রেগে যান মুজারাবানি।
তাসকিন শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। দশ নম্বরে নেমে ১৩৪ বলে করেন ৭৫ রান। মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে দেশের পক্ষে রেকর্ড ১৯১ রানের জুটি উপহার দেন। মাহমুদউল্লাহ ১৫০ রানে অপরাজিত থেকে যান। বাংলাদেশ প্রথম ইনিংসে পায় ৪৬৮ রানের পুঁজি। জবাবে ১ উইকেটে ১১৪ রান তুলে দিন শেষ করে জিম্বাবুয়ে।