Saturday, July 5, 2025
HomeScrollingবৃহস্পতিবার মুক্তি পাচ্ছে কামরুজ্জামান রাব্বির গান ‘ভালোবাসার ভেদপরিচয়’

বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে কামরুজ্জামান রাব্বির গান ‘ভালোবাসার ভেদপরিচয়’

অনলাইন ডেস্ক |

আমার সন্দেহ হয়, অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহমাত্র করে, পায় না এবং জানেও না যে পায় নাই; তাহাদের স্ত্রীর কাছেও আমৃত্যুকাল এ খবর ধরা পড়ে না। -রবীন্দ্রনাথ ঠাকুর।

বিয়ে  নামক আনুষ্ঠানিকতা দুটি মানুষকে মিলিয়ে দেয়। বিয়ের পর মনের মিল ঘটানোর জন্য দুজনকেই চেষ্টা করতে হয় আজীবন। অনেক সময় দীর্ঘদিন একসঙ্গে ঘর করার পরও একে অপরকে চিনতেই পারে না! একে কি ভালোবাসা বলা যায়? কামরুজ্জামান রাব্বি ‘ভালোবাসার ভেদপরিচয়’ গানে সম্ভবত এই প্রশ্নের উত্তর খুঁজেছেন।

‘উর্বশী ফোরাম’ ইউটিউব চ্যানেল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০টায় গানটি মুক্তি পাবে।

২০১৮ সালে ‘আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কামরুজ্জামান রাব্বি। মূলত লোকগানেই পরিচিতি তার। ইতিমধ্যে ছায়ানটে লোকসংগীতের প্রশিক্ষণ শেষ করেছেন। এর আগেও তিনি রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে গানের অনুশীলন করেছেন।

এ পর্যন্ত দেড় শতাধিক মৌলিক গান করেছেন তিনি। তার সখী, সাধু কানা, গুরু, একখান পানসহ প্রায় সব গানই জনপ্রিয় হয়েছে। ‘আমি বামুন হইয়া’ গানটি প্রায় দশ মিলিয়ন দর্শক গ্রহণ করেছে।

গানটি সম্পর্কে উর্বশী ফোরাম-এর সংগীত সমন্বয়ক নিজামউদ্দিন জাহিন বলেন, গানের কথাগুলো আমাদের দাম্পত্য জীবন নিয়ে ভাবনামূলক। সুরও অসাধারণ হয়েছে। কামরুজ্জামান রাব্বির গায়কির স্বাতন্ত্র্য গানটিকে উচ্চমাত্রায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

ভালোবাসার ভেদপরিচয় গানটির গীতিকার ড. মো. হারুনুর রশীদ। সুর করেছেন প্লাবন কোরেশি। মিউজিক কম্পোজার এএইচ তূর্য।

উর্বশী ফোরামের প্রচার ও প্রকাশনা সমন্বয়ক স্বপন খন্দকার জানান, সম্প্রতি ‘উর্বশী গানের সিঁড়ি’ নামের একটি প্রকল্পে ১৯টি মৌলিক গান নির্মাণ করা হয়। প্রথম গান ‘চাঁদনী রাইতে নিরজনে’ থেকেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ‘উর্বশী ফোরাম’ চ্যানেল। প্রথম প্রকল্পে খ্যাতনামা ১৫ জন শিল্পী গান গেয়েছেন। গানগুলো নির্মাণে স্পনসর করেছে এনা গ্রুপ। মিডিয়া পার্টনার রেডিও একাত্তর।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments